হালকা একটু ঠান্ডা লাগলেই বাচ্চাদের নাক সর্দিতে বন্ধ হয়ে যায়। শিশুরা নাক ঝাকি বা কাঁসি দিয়ে সর্দি বের করতে পারে না। ফলে স্লেস্মা বা সর্দি নাকে জমে গিয়ে তা আস্তে আস্তে ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে দেয়। একসময় তা নিউমোনিয়ায় রূপ ধারণ করে। তাই আমরা নিয়ে এসেছি এই মেশিন, যা দিয়ে কোন ধরনের পার্শপ্রতিক্রিয়া ও কান্নাকাটি ছাড়া নাকের সব সর্দি বের করা যায়। যার ফলে সোনামনিরা খুব সহজে শ্বাস নিতে পারে।